প্রকাশিত : ১৩ মে, ২০২৩ ২১:০১

আশ্রয়কেন্দ্রে ছুটছে মানুষ, বেড়েছে কেন্দ্রের সংখ্যা

অনলাইন ডেস্ক
আশ্রয়কেন্দ্রে ছুটছে মানুষ, বেড়েছে কেন্দ্রের সংখ্যা

উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। এটি ১৭০ কিলোমিটার গতিতে স্থলভাগে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

শনিবার (১৩ মে) সন্ধ্যার পর থেকে মোখার প্রভাব পড়তে শুরু করেছে কক্সবাজারে। তাই, সম্ভাব্য ক্ষতি এড়াতে আশ্রয়কেন্দ্রগুলোতে ছুটছে মানুষ।

এদিকে, জেলা প্রশাসনের ঘোষিত ৫৭৬টি আশ্রয়কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে ৬২০টি করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ।

তিনি বলেন, ‘সন্ধ্যা ৭টায় কক্সবাজার জেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ১ লাখ ৮৭ হাজার ৭০৩ জন মানুষ আশ্রয় নিয়েছেন। লোকজন আরও আসছে, এই সংখ্যা আরও বাড়বে।’

বিভীষণ কান্তি আরও বলেন, ‘মোখা মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। অধিক ঝুঁকিপূর্ণ এলাকার মানুষ জনকে আশ্রয় কেন্দ্রে আনা শুরু হয়েছে। ১০ হাজার স্বেচ্ছাসেবক ও পর্যাপ্ত গাড়ি মজুদ রয়েছে। উপকূলীয় এলাকায় মাইকিং করে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বলা হচ্ছে। সোনাদিয়া দ্বীপ থেকে অনেককে মহেশখালী নিয়ে আসা হয়েছে। জেলায় পর্যাপ্ত খাদ্য ও টাকার মজুদ রয়েছে। রোহিঙ্গা ক্যাম্পেও পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।’

উপরে