‘বিএনপি নির্বাচনকে বানচাল করতেই লবিস্ট নিয়োগ করে চক্রান্ত করছে’

নির্বাচনকে বানচাল এবং দেশ ধ্বংস করতেই লবিস্ট নিয়োগ করে চক্রান্ত করছে বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের ৬ নেতাকে পাঠানো চিঠি গুলোর মূল উদ্দেশ্য হচ্ছে- বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন এবং সুষ্ঠু নির্বাচনের নামে নির্বাচন বানচাল করা।
বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফখরুল দিনের বেলায় জেগে জেগে স্বপ্ন দেখে অস্থির হয়ে তার মুখ বিষাক্ত হয়ে গেছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন সম্পর্কে মির্জা ফখরুলের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, বিষদগার বন্ধ করতে হবে। সুষ্ঠু নির্বাচন কে কুত্তামার্কা নির্বাচন বলে বিএনপি এর জন্য বিএনপিকে ক্ষমা চাইতে হবে।
বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করবে, গ্রেফতার হলে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রামে তারুণ্যের মিছিল নামে ভাংচুরের জবাব চাই। এসবের মুলে রয়েছে বিএনপি।
মার্কিন নিষেধাজ্ঞার ভয়ে সরকারের হাটুর কাঁপুনি প্রসঙ্গে তিনি বলেন, আমরা কাউকে ভয় পাইনা। আমাদের শক্তির উৎস জনগণ, আমাদের দেশপ্রেম আছে। বঙ্গবন্ধুর কর্মীরা ভয় পায় না।
বিএনপির আন্দোলনের ব্যার্থতার কারণে ডা জাফরুল্লাহ বিএনপিকে হাঁটুভাঙা দল বলেছিলো বলেও জানান তিনি।