পোল্ট্রি ফিডের মূল্যস্ফীতি ঘটেছে: প্রাণিসম্পদ মন্ত্রী

উৎপাদন উপকরণসহ পোল্ট্রি ফিডের মূল্যস্ফীতি ঘটেছে বলে জনিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
সোমবার (১৯ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির মুজিবুল হকের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জনান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন জাতীয় পার্টির মুজিবুল হক।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘কোভিড-১৯ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধারাবাহিক প্রভাবের ফলে বৈশ্বিক পণ্য সরবরাহ ব্যবস্থা ও মূল্য পরিস্থিতি কিছুটা অস্থিতিশীল হয়ে পড়েছে। স্বাভাবিকভাবে বাংলাদেশের প্রাণিসম্পদ বিভাগেও এর প্রভাব পড়েছে। উৎপাদন উপকরণসহ পোল্ট্রি ফিডের মূল্যস্ফীতি ঘটেছে।’
সরকারি দলের মোরশেদ আলমের প্রশ্নের জবাবে প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘স্বাধীনতা উত্তর ১৯৭১-৭২ অর্থবছরে দুধ উৎপাদন ছিল ১০ লাখ মেট্রিক টন। ২০২১-২২ অর্থবছরে দুধ উৎপাদন ১৩০ দশমিক ৭৪ লাখ মেট্রিক টনে উন্নীত হয়েছে। স্বাধীনতার ৫০ বছরে দুধ উৎপাদন ১৩ গুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে জনপ্রতি দৈনিক ২৫০ মিলিগ্রাম হিসাবে দেশে দুধের চাহিদা ১৫৬ দশমিক ৬৮ লাখ মেট্রিক টন। এ হিসাবে দুধের ঘাটতি রয়েছে ২৫ দশমিক ৯৪ লাখ মেট্রিক টন।
সরকারি দলের হাবিব হাসানের প্রশ্নের জবাবে শ ম রেজাউল করিম জানান, গত ১৪ বছরে উন্মুক্ত জলাশয়ে ৮ হাজার ১১০ মেট্রিক টন পোনামাছ অবমুক্ত করা হয়েছে। ১৪ বছরে বাংলাদেশ থেকে মোট ১০ লাখ ৯২ হাজার ৫৬৬ মেট্রিক টন মৎস্য ও মৎস্যপণ্য রফতানি করে ৪ লাখ ৫৪ হাজার ৪৮২ কোটি ৬২ লাখ টাকা আয় করেছে। মৎস্যপণ্যের মান নিশ্চিত করতে এক লাখ ৮৬ হাজার ৭৮৬টি চিংড়ি পোনা ও ৯ হাজার ৫৬১টি ফিন ফিস খামার রেজিস্ট্রেশন করা হয়েছে।