কোনো কেন্দ্রেই পোলিং এজেন্ট দেননি জাকের পার্টির প্রার্থী

রাজশাহী সিটি নির্বাচনে জাকের পার্টির মেয়রপ্রার্থী লতিফ আনোয়ার কোনো কেন্দ্রেই তার পোলিং এজেন্ট দেননি। নির্বাচন কমিশন (ইসি) ও দেশের মানুষের প্রতি বিশ্বাস থাকার কারণে তিনি কোথাও পোলিং এজেন্ট দেননি বলে জানিয়েছেন।
পোলিং এজেন্ট না থাকলেও ভোটে কোনো সমস্যা হচ্ছে না জানিয়ে তিনি নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
বুধবার (২১ জুন) দুপুর ১২টায় রাজশাহী মুসলিম হাইস্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।
এ সময় পোলিং এজেন্ট না থাকার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে গোলাপ ফুল প্রতীকের এই প্রার্থী জানান, মানুষকে ভালোবাসার জন্য তিনি রাজনীতি করছেন। আর ভালোবাসার প্রথম শর্ত হলো বিশ্বাস। তিনি সবাইকে বিশ্বাস করতে চান। বাংলাদেশের নির্বাচন কমিশনকেও বিশ্বাস করতে চান। আর এ কারণেই পোলিং এজেন্ট দেননি।
কর্মী সংকটের কারণে পোলিং এজেন্ট দেওয়া যায়নি কি না তা জানতে চাইলে লতিফ আনোয়ার বলেন, আমার যথেষ্ট নেতাকর্মী আছে। কেউ যদি মনে করে জাকের পার্টির ভীত নরম, তাহলে সে ভুল করছে। সারা বাংলাদেশে জাকের পার্টির প্রচুর নেতাকর্মী ও সমর্থক আছে। আমি বলছি, জাতিকে নতুন কিছু দিতে চাই। যেটা কোনো রাজনৈতিক দল এ রকম করে না। একমাত্র জাকের জাকের পার্টি মানুষকে বিশ্বাস করতে জানে এবং মানুষের বিশ্বাস রাখতেও জানে। সেজন্যই আমি কোনো কেন্দ্রেই কোনো পোলিং এজেন্ট দিইনি।
এখন পর্যন্ত কোথাও সমস্যা হয়নি জানিয়ে লতিফ আনোয়ার বলেন, রাজশাহীতে খুব সুন্দর পরিবেশে ভোট চলছে। আমার আশা, রাজশাহীর মানুষ নির্বিঘ্নে ভোট দেবেন। তারা তাদের পছন্দমতো যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন।
নির্বাচনে যে ফলই হোক, মেনে নেবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ভোট এখনও পর্যন্ত ভালো চলছে। কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। আমরা অপেক্ষা করি। এখনও আমরা মাঝপথে আছি। ভোটটা একটা বড় প্রক্রিয়া। এটা শেষ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তারপর ফলের কথা পরে বলা যাবে।
বুধবার সকাল ৮টা থেকে শহরের ৩০টি ওয়ার্ডের ১৫৫টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে তিন জন মেয়র প্রার্থী ছাড়াও ১১২ জন সাধারণ কাউন্সিলর ও ৪৬ জন সংরক্ষিত নারী আসনের প্রার্থী আছেন। উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছেন।