চমেকে ডায়ালাইসিস সেবা বন্ধের সিদ্ধান্ত বাতিল, চলবে যথারীতি

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্যান্ডর পরিচালিত কিডনি ডায়ালাইসিস সেবা বন্ধের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। পাওনা পরিশোধ সংক্রান্ত জটিলতায় সেবাটি বন্ধের ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (২২ জুন) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান।
তিনি জানান, আজ রাত ৯টায় স্যান্ডর কর্তৃপক্ষ ডায়ালাইসিস সেবা স্থাগিত সংক্রান্ত নোটিশ বাতিল করেছেন এবং আগামীকাল থেকে পূর্বের ন্যায় ডায়ালাইসিস সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
একই তথ্য নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক।
এর আগে বুধবার এক নোটিশে পাওনা আদায় সংক্রান্ত জটিলতায় চমেক হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা বন্ধের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
নোটিশে বলা হয়, অত্যন্ত পরিতাপের সঙ্গে জানানো যাচ্ছে যে বৃহস্পতিবার (২২ জুন) থেকে স্যান্ডর ডায়ালাইসিস সার্ভিস সংক্রান্ত সকল কার্যক্রম স্থগিত থাকবে। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (অর্থ) কর্তৃক সার্ভিস পেমেন্ট পরিশোধে বারবার অনাকাঙ্ক্ষিত বিলম্ব ও অসহযোগিতার কারণে হঠাৎ করে এ চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। তিনি এ ধরনের স্বাস্থ্য সেবা নিরবচ্ছিন্নভাবে চালাতে তিনি আন্তরিক নন।
‘দীর্ঘদিন ধরে একই যুদ্ধ করে আমরা সম্পূর্ণভাবে ক্লান্ত, কেন হঠাৎ করে সেবা বন্ধ হলো। ডায়ালাইসিস এর মতো জরুরি সেবা বন্ধ করার কোন উদ্দেশ্যে আমাদের নেই কিন্তু এমন বিরূপ পরিস্থিতিতে সেবা চালু রাখা কোনোভাবেই সম্ভব নয়। চলমান সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত সকল রোগীদেরকে বিকল্প ব্যবস্থা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।
এর আগে, কাঁচামাল সংকটে চলতি বছরের ১৯ জানুয়ারি দুপুরের পর থেকে ডায়ালাইসিস সেবা কার্যক্রম বন্ধ রাখে স্যান্ডর। এছাড়া একই বছরের ৮ জানুয়ারি ডায়ালাইসিস সেবা বন্ধ করা নিয়ে আন্দোলনে নামে রোগীরা।