বায়ুদূষণে ঢাকার অবস্থান সপ্তম

বায়ুদূষণের কারণে দূষিত শহরের তালিকায় আজ শনিবার সপ্তম স্থানে আছে রাজধানী ঢাকা। সকাল সাড়ে ৬টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ১০৫ । বায়ুর মান বিচারে এ পরিস্থিতি ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’।
১০১ থেকে ২০০-এর মধ্যে একিউআই স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।
অন্যদিকে ৩০১ থেকে ৪০০-এর এর মধ্যে থাকা একিউআইকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
এ তালিকায় ১৮৭ একিউআই স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি; ১৬১ নিয়ে দ্বিতীয় পাকিস্তানের লাহোর । তৃতীয় স্থানে থাকা চীনের বেইজিংয়ের স্কোর ১২৪ ও চতুর্থ স্থানে থাকা মালয়েশিয়ার কুয়ালালামপুরের স্কোর ১১২ এবং পঞ্চম স্থানে থাকা দক্ষিণ কোরিয়ার ইনচেনের স্কোর ১১২।
ঢাকার জন্য বায়ুদূষণ একটি বড় সমস্যা। এ জন্য মোটা দাগে তিনটি কারণকে চিহ্নিত করা হয়। এগুলো হলো—ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণকাজের ধুলা। পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের এক যৌথ প্রতিবেদনে এই তিন কারণের কথা বলা হয়েছে।