‘ক্যাটল স্পেশাল’ ট্রেন ময়মনসিংহে দুবার লাইনচ্যুত

দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কোরবানির ক্যাটল স্পেশাল ট্রেন দুবার লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-ঢাকা রেলপথে ট্রেন চলাচল ১০ ঘণ্টা বন্ধ থাকে।
শনিবার (২৪ জুন) রাত ১২টার দিকে প্রথম দফায় এবং রোববার (২৫ জুন) সকাল ৮টার দিকে দ্বিতীয় দফায় একই জায়গায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়। সকাল ১০টায় বিকল্প পথে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান তথ্য নিশ্চিত করে বলেন, দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী ক্যাটল স্পেশাল ট্রেন-২ রওনা দেয়। রাত ১২ টার দিকে ময়মনসিংহ রেলস্টেশনের বাঘমারা এলাকায় লাইনচ্যুত হয়। পরে ভোররাত ৫ টার দিকে সেটি উদ্ধার করে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে নিয়ে আসে। একই ট্রেন সকাল ৭ টা ৫০ মিনিটে আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু, সেই আগের জায়গায় যেতেই আবারও ট্রেন লাইনচ্যুত হয়। পরে সোয়া ১০ টার দিকে আবারো ট্রেন উদ্ধার করে স্টেশনে নিয়ে আসে। এ ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।