জুলাই মাসে ইতালি যাবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘জাতিসংঘ খাদ্য ব্যবস্থা’ শীর্ষক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইতালি সফরে যাবেন। আগামী ২৪ থেকে ২৬ জুলাই রোমে অনুষ্ঠেয় ফুড সিস্টেম সামিটে যোগ দেয়ার পাশাপাশি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা আছে শেখ হাসিনার। এর আগে সর্বশেষ ২০২০ সালে ইতালি সফর করেন শেখ হাসিনা।
সম্প্রতি সুইজারল্যান্ডে জেনেভায় শ্রমবিষয়ক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের পর এবার খাদ্যবিষয়ক বৈশ্বিক সম্মেলনে অংশ নেবেন সরকারপ্রধান।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, প্রধানমন্ত্রীর ইতালি সফরকালে ঢাকা-রোমের মধ্যে বেশ কয়েকটি চুক্তির সম্ভাবনা রয়েছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বেশ কয়েকটি চুক্তি নিয়ে কাজ করছে দুই দেশ। প্রধানমন্ত্রীর সফরে সেগুলো সই করার জন্য চেষ্টা থাকবে। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা, বৈধ পথে শ্রমিক প্রেরণ, জ্বালানি সহযোগিতা, সাইবার সিকিউরিটি ও আইসিটি সহযোগিতা এবং সংস্কৃতি সহযোগিতাবিষয়ক চুক্তি।
ইউরোপের দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি অবস্থান করে ইতালিতে। তাদের বেশির ভাগই অবৈধ পথে দেশটিতে গেছে। এ ধরনের ঝুঁকিপূর্ণ অবৈধ অভিবাসনের বিষয়ে শক্ত অবস্থান নিয়েছে ইতালি। এ বিষয়ে আলোচনা হওয়ারও সুযোগ রয়েছে বলে মত সূত্রের।