জঙ্গিবাদ মোকাবিলায় একসঙ্গে কাজ করবে ঢাকা-দিল্লি

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জঙ্গিবাদ মোকাবিলায় ঢাকা-দিল্লি একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।
শনিবার (১ জুলাই) সকালে রাজধানীর গুলশানে হলি আর্টিজান হামলায় নিহতদের স্মরণে নির্মিত ‘দীপ্ত শপথ’ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ মন্তব্য করেন।
এদিন ভারতীয় হাই কমিশনার ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং হাইকমিশনাররা ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
২০১৬ সালের ১ জুলাই রাতে পাঁচজন সশস্ত্র ব্যক্তি রাজধানীর গুলশান এলাকায় হলি আর্টিজান ক্যাফেতে হামলা চালায়। এসময় ক্যাফেতে ডিনাররত যাদেরকে জিম্মি করা হয়েছিল তাদের বেশিরভাগই ছিল বিদেশি। একপর্যায়ে তারা একে একে কয়েকজন জিম্মিকে হত্যা করতে থাকে।
নিহতদের মধ্যে ১৭ জন বিদেশি এবং দুই পুলিশ সদস্যসহ ২২ জনকে হত্যা করেছিল। দেশের সবচেয়ে ভয়াবহ এই জঙ্গি হামলায় অন্তত ৫০ জন গুরুতর আহত হয়েছিলেন।
২০১৯ সালের ২৭ নভেম্বর একটি বিশেষ সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল হামলায় জড়িত থাকার জন্য ৭ জনকে মৃত্যুদণ্ড এবং একজন খালাস পেয়েছেন।ইতিমধ্যে আলোচিত হলি আর্টিজান মামলার শুনানি শুরু করেছেন হাইকোর্টের নির্ধারিত বেঞ্চ। সব কিছু ঠিক থাকলে চলতি মাসেই (জুলাই) শেষ হচ্ছে নৃশংস এই হামলার ঘটনায় করা মামলায় হাইকোর্টের শুনানি। আর শুনানিতে সব জঙ্গির একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা রাষ্ট্রপক্ষের।