জীবিকার তাগিদে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ

টানা পাঁচদিন ঈদের ছুটি শেষে জীবিকার তাগিদে কর্মব্যস্ত রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা।
রোববার (২ জুলাই) ভোরে রাজধানীর রেল, লঞ্চ ও বাস টার্মিনালে দেখা গেছে যাত্রীদের ভিড়। প্রিয়জনদের সুখস্মৃতি সঙ্গে নিয়ে নগরে ফেরা তাদের–কর্মের তাগিদে, বাস্তবতার তাড়নায়।
রেলপথে শুরুর যাত্রা যেমন ছিল ভোগান্তি ছাড়াই, নিজ শেকড়ের থেকে ফেরাটাও ছিল ঝক্কিঝামেলাহীন। তবে আনন্দের এ যাত্রার সময়টা খুব নিমেষেই মিলিয়ে যাওয়ায় অতৃপ্তিটা থেকে যায় উৎসব প্রিয়দের কাছে।
তারা বলেন, সময়টা এমনভাবে চলে গেছে যে মনে হচ্ছে মাত্র কয়েকটা দিন বাড়িতে ছিলাম। বেশ কিছুদিনই ছিলাম। কিন্তু তারপরও মনে হচ্ছে সময়টা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। খুব খারাপ লাগছে।
রাজশাহী থেকে ঢাকায় ফিরেছেন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আমজাদ। তিনি বলেন, আজ ব্যাংক খোলা। তাই ঢাকায় ফিরতে হয়েছে। আগামী ৬ জুলাই পর্যন্ত ছেলে-মেয়েদের স্কুল বন্ধ থাকায় পরিবারের কেউ আসেনি। তারা আগামী সপ্তাহে আসবে।
ট্রেনে করে চট্টগ্রাম থেকে রাজধানীতে ফিরেছেন সরকারি একটি অফিসের তৃতীয় শ্রেণির চাকরিজীবী ইয়াকুব আলী। তিনি বলেন, নির্ধারিত ছুটি শেষে সঠিক সময়ে অফিসে উপস্থিতি হতে হয়। এজন্য ঢাকায় চলে এসেছি।