ভারতে নির্বাচন: বেনাপোল বন্দরে বন্ধ আমদানি-রফতানি

ভারতে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে শনিবার (৮ জুলাই) দিনভর বেনাপোল স্থলবন্দর দিয়ে পেট্রাপোল বন্দরের মধ্যে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।
তবে বেনাপোল বন্দরের পণ্যখালাস কার্যক্রম ও বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে। ৯ জুলাই থেকে আবার বন্দরে আমদানি-রফতানি শুরু হবে।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, শনিবার পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে শনিবার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি ও রফতানি বন্ধ থাকার বিষয়টি ভারতীয় ব্যবসায়ীরা তাদেরকে জানিয়েছে। আগামীকাল থেকে আবারও স্বাভাবিক বাণিজ্য শুরু হবে। তবে আজ এপথে বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক আছে।
এদিকে আমদানি, রফতানি বন্ধ থাকায় দুই পারের বন্দরে প্রবেশের অপেক্ষায় কয়েক শ’ পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। আটকে পড়া ট্রাকে আমদানি পণ্যের মধ্যে শিল্পকলকারখানার কাঁচামাল, তৈরি পোশাক, কাগজ, মেশিনারী, কেমিকেল, শিশুখাদ্য, পিঁয়াজ ও মাছ উল্লেখ্যযোগ্য। রফতানি পণ্যের মধ্যে পাট, কেমিকেল, গার্মেন্টস, টিসু পেপার, মাছ, ম্যালামাইনসহ শতাধিক প্রকারের পণ্য রয়েছে।