বিএনপি-জামায়াত থেকে সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণকে বলবো ওই সন্ত্রাসী বিএনপি-জামায়াতের হাত থেকে যেন তারা নিজেদের রক্ষা করে। এদের সম্পর্কে যেনো সচেতন থাকে । কারণ এরা ধ্বংস করতে জানে, সৃষ্টি করতে জানে না। এরা ধ্বংস করতে জানে, মানুষকে কিছু দিতে পারে না। এরা লুটপাট করতে পারে, দুর্নীতি করতে পারে, নিজেদের আখের গোছাতে পারে, মানি লন্ডারিং করতে জানে।
বৃহস্পতিবার (২০ জুলাই) ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে কুমিল্লার লাকসাম পর্যন্ত নির্মিত ৭২ কিলোমিটার (কিমি) ডাবল রেললাইন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সরকার প্রধান বলেন, বিএনপি-জামায়াত লুটপাট, সন্ত্রাস, বোমাবাজ, জঙ্গিবাদ এগুলো ছাড়া আর কিছুই পারে না। এদের হাত থেকে দেশবাসী রক্ষা পায়, সেটাই আমরা চাই।
তিনি বলেন, আমরা রাজনীতি করতে তাদের (বিএনপি-জামায়াত) বাধা দিচ্ছি না, বাধা দিবও না। কিন্তু তারা আবার যদি রেলে আগুন দেয়, গাড়িতে আগুন দেয় বা মানুষ পুড়িয়ে মারে, তাহলে কোনো ছাড় পাবে না। এখন আমাদের সব জায়গায় ক্যামেরা থাকবে, একেবারে বেছে বেছে ধরে এনে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।

অনলাইন ডেস্ক