ঢাকার সঙ্গে সারা দেশের রেল চলাচল বন্ধ

চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানী মালিবাগ রেললাইন অবরোধ করেছে রেলের অস্থায়ী শ্রমিকেরা। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল চলাচল বন্ধ হয়ে গেছে।
রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আন্দোলনরত রেল শ্রমিকেরা রেলপথ অবরোধ করে।
রেলশ্রমিকেরা বলছেন, বাংলাদেশ রেলওয়েতে দীর্ঘদিন কর্মরত অস্থায়ী শ্রমিকদের সরকারি গেজেট বাস্তবায়নের মাধ্যমে চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন চলছে। বারবার রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ে কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েও কারও কাছ থেকে কোনো পদক্ষেপ বা কার্যকর ভূমিকা পাওয়া যায়নি। এতে সব শ্রমিক উদ্বিগ্ন।
এর আগে, একই দাবিতে শ্রমিকরা রেলপথ অবরোধ করেছিলেন। গত ৪ বছর ধরে আন্দোলন করছেন অস্থায়ী শ্রমিকরা। রেলের কর্মী সংকটের কারণে বিভিন্ন সময় অন্তত ৭ হাজার শ্রমিক অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয় রেলকর্তৃপক্ষ। রেল আইন অনুযায়ী ৩ বছরের মধ্যে চাকরি স্থায়ী হওয়ার কথা ছিল। কিন্ত অনেকেই ১০-১৫ বছর চাকরি করেও স্থায়ী হয়নি। উল্টো এখন তাদের বাদ দিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে শ্রমিক নিয়োগের সিদ্ধান্ত নিয়ে ৫ মাস যাবত তাদের বেতন ভাতা বন্ধ করে দেওয়া হয়। এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকরা। আউট সোর্সিং বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন শুরু করেন তারা। সর্বশেষ রেলমন্ত্রীর সঙ্গেও কয়েকদফা বৈঠক হওয়ার পরও কোন সিদ্ধান্ত না আসায় শ্রমিকরা সকাল থেকে আবারও রেললাইন অবরোধ করেছেন।
শ্রমিকরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।