মালয়েশিয়ায় ২০ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ অভিযান চালিয়ে ২০ বাংলাদেশিসহ মোট ৩৬ জনকে আটক করেছে৷ এরা সকলেই অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করেছিল।
রোববার (সেপ্টেম্বর ০৩, ২০২৩) গণমাধ্যমকে দেয়া এক বিজ্ঞপ্তিতে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ জানিয়েছেন, ৩২ জন পুরুষ এবং ৪ জন বিদেশি নারীকে আটক করা হয়েছে৷ গত ৩০ আগষ্ট কুয়ালালামপুরের বন্দর তাসিক সেলাতানের টার্মিনাল বারসেপাদু সেলাতান এলাকায় বিকাল সাড়ে ৪ টার দিকে অভিযান চালিয়ে এই অবৈধ অভিবাসীদের আটক করা হয়। এই এক্সপ্রেস বাসটি থাইল্যান্ড সীমান্তের কেলানতান প্রদেশ থেকে কুয়ালালামপুর এসেছে।
তিনি বলেন, অপারেশন টিম মোট তিনটি বাসকে চিহ্নিত করেছে। যারা ইস্ট কোস্ট এক্সপ্রেসওয়ে ধরে এই অবৈধ অভিবাসীদের বন্দর তাসিক সেলাতানে নিয়ে আসে।
তিনি জানান, আটককৃতদের মধ্যে ২০ জন বাংলাদেশি পুরুষ। এছাড়াও ১২ জন মায়ানমারের পুরুষ এবং ৪ জন মায়ানমারের নাগরিক। এদের বয়স ১৯ থেকে ৪৫ বছরের মধ্যে।
বিবৃতিতে আরো জানানো হয়, এদের অনেকের কাছে পাসপোর্ট রয়েছে, কিন্তু মালয়েশিয়ায় প্রবেশের কোন সীল বা স্ট্যাম্প নেই। অনেকের কাছে পাসপোর্টও নেই৷ আবার এদের অনেককে মালয়েশিয়ায় প্রবেশের ক্ষেত্রে পূর্বে নিষিদ্ধ করা হয়েছিল৷
তিনি বলেন, এই ব্যক্তিদের কাছ থেকে মানবপাচারকারী চক্র ২ লাখ টাকা বা তার বেশি অর্থ নিয়েছে মালয়েশিয়ায় প্রবেশের জন্য৷ এরপর অবৈধ পথে প্রতিবেশি দেশকে ব্যবহার করে মালয়েশিয়ায় ঢুকানো হয় তাদের। এই অবৈধ অভিবাসীদে কুয়ালালামপুর এবং পেনাংয়ে কাজের জন্য নিয়ে যাওয়া হয়।
আটককৃতরা ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৬/৬৩ ধারা ভঙ্গ করেছে এবং তাদেরকে সেমেনিহ ইমিগ্রেশন বন্দীশালায় পাঠানো হয়েছে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য। ইমিগ্রেশন বিভাগ মানবপাচারকারী চক্রটির হোতাদের ধরার চেষ্টা করছে বলে জানান দাতুক রুসলিন।