পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার

ধর্মঘট প্রত্যাহার করে দিয়েছেন পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক–শ্রমিক নেতারা। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) কার্যালয় অনুষ্ঠিত বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানান পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক–শ্রমিক নেতারা।
রোববার (৩ সেপ্টেম্বর) রাজধানীর কাওরান বাজার বিপিসির লিয়াজো অফিসে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র ও উপ-প্রধান তথ্য কর্মকর্তা মীর আসলাম উদ্দীন ধর্মঘট প্রত্যাহার করার তথ্য নিশ্চিত করেছেন। পুর্ব সমঝোতা অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক–শ্রমিক নেতারা ধর্মঘট স্থগিতে রাজি হয়েছেন। ৩ সেপ্টেম্বর ধর্মঘটের ডাক দেয় একাংশ। এতে রাজশাহী ও খুলনা অঞ্চলে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ থাকার খবর আসে। পাশাপাশি রাজধানীতেও সংকট দেখা দেয়।