বাংলাদেশ ব্যাংকে আগুন

বাংলাদেশ ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।
তিনি বলেন, আমরা দুপুর ২টা ৩২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাই। এরপরই দ্রুত আমাদের ৪ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
তবে অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত তিনি জানাতে পারেননি।