২০১৪-১৮’র নির্বাচনের বিতর্কের চাপ আমাদের ওপর পড়েছে: সিইসি
২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন নিয়ে বিতর্কের চাপ পড়েছে বর্তমান কমিশনের ওপর বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সে কারণেই আগামী নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও স্বচ্ছ করার চ্যালেঞ্জ নিয়েছে নির্বাচন কমিশন বলে জানান তিনি।
রোববার (১ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে ইউএনওদের নির্বাচনী প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আগামী নির্বাচন শান্তিপূর্ণ, স্বচ্ছ ও সুষ্ঠু হবে উল্লেখ করে সিইসি বলেন, নির্বাচনে আস্থার সংকট রয়েছে। তবে এই সংকট দূর করতে কাজ করা হচ্ছে। নির্বাচনে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ ওঠে সব সময়, এই বিষয়টি শক্তভাবে তদারকি করবে নির্বাচন কমিশন। কঠোরভাবে সবার দায়িত্ব পালন পর্যেবক্ষণ করা হবে। পরে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের শক্তভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার।
এদিকে দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য আজ থেকে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে চলছে এ কার্যক্রম।
আগামী নভেম্বরে তফসিল ঘোষণা করে ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন করতে চাচ্ছে নির্বাচন কমিশন। এ উপলক্ষে আগামী ৪ অক্টোবর সাবেক নির্বাচন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আবারও বৈঠক করবে কমিশন।