আজ মাঠ প্রশাসনের নির্বাচনী প্রশিক্ষণ
অনলাইন ডেস্ক
আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে আগামী ৭ অক্টোবর বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। ইসির বরাতে গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও অন্য নির্বাচন কমিশনারদের উপস্থিতিতে ওই বৈঠকে কমিশনের পক্ষ থেকে তাদের নির্বাচনকেন্দ্রিক বার্তা দেওয়া হবে। এদিকে আজ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হচ্ছে। ১০০ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) চারটি ব্যাচে ভাগ করে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে।
এরপর উপজেলা পর্যায়ের এক হাজার ১৪ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে। তাঁদের মধ্যে ৪৯২ জন ইউএনও এবং ৫২২ জন থানা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা। প্রতি ব্যাচে ২৫ জন করে মোট ৪১টি ব্যাচে এ প্রশিক্ষণ দেওয়া হবে।