প্রকাশিত : ৩ অক্টোবর, ২০২৩ ১২:২২

নির্বাচন নিয়ে নানান জনের নানা মত

অনলাইন ডেস্ক
নির্বাচন নিয়ে নানান জনের নানা মত

দ্বাদশ সংসদ নির্বাচনের আর মাত্র তিন মাস বাকি। এমন সময়ও রাজনীতিতে হাওয়া বদলের কোনো আভাস নেই। বিপরীতমুখী অবস্থানে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। সবমিলিয়ে দিন যতই যাচ্ছে ততই জটিল হচ্ছে ভোটের রাজনীতি।

এদিকে, নভেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আর ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট। এমন অবস্থায় অক্টোবর মাসকে চলমান রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর সময় বলে মনে করছেন বিশ্লেষকরা।

মার্কিন ভিসা নীতি সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, এবার গত দুই নির্বাচনের মতো হবে না। উপরে সবাই গরম গরম কথা বললেও ভিতরে ভিতরে নানা গুঞ্জন চলছে। যা সার্বিক পরিবেশকে গুমোট করে তুলেছে।

তাছাড়া মার্কিন ভিসা নীতি নিয়ে উদ্বিগ্ন সরকারি কর্মকর্তারাও। যাদের সন্তান বিদেশে থাকেন তারা এক ধরনের চাপে পড়েছেন। প্রকাশ্যে কেউ কিছু না বললেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে সরকারি দফতরগুলোয়।

বর্তমানে যেসব জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দায়িত্বে রয়েছেন তারাই বেশি উদ্বিগ্ন। কারণ তারাই রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন।

স্থানীয় সময় সোমবার (২ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো বিশেষ দলকে সমর্থন করে না। বাংলাদেশের জনগণ যা চান, যুক্তরাষ্ট্রও তাই চায় বলে মন্তব্য করেন তিনি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে এক প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বর্তমানে রাজনীতিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে । প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি কেউ কাউকে ছাড় দিতে চাচ্ছে না। তবে পুরো বিষয়টি সমাধান হতে পারে নির্বাচনকালীন সরকার গঠন ও তপশিল ঘোষণার মাধ্যমে বলে মত তার।

সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত একটি সেমিনারে বক্তব্য প্রদানকালে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার তৃতীয় শক্তির উত্থানের আশঙ্কা করেছেন বেশ উদ্বেগের সঙ্গে। তিনি বলেন, আমাদের দেশের রাজনীতিবিদরা জনগণের চোখের ভাষা বুঝতে ব্যর্থ হচ্ছেন। মুখে গণতন্ত্রের কথা বলা হলেও দেশের সার্বিক রাজনৈতিক কর্মকাণ্ডে ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গণতন্ত্র ও সুশাসন এই দুটিরই অভাব অত্যন্ত প্রকট।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দাবি একটাই সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সরকার পতনের আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ হয়েছে। অক্টোবরের মধ্যেই সরকারের পতন ঘটানো হবে।

অন্যদিকে বিএনপির আন্দোলনের মতো যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞাকেও তোয়াক্কা করছে না আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পরিষ্কারভাবে বলে দিয়েছেন, আমার নির্বাচন আমি করব, তুমি (যুক্তরাষ্ট্র) কে? আমরা কারও ভিসানীতির তোয়াক্কা করি না। এই দেশ গ্যাবনের আলি বোঙ্গোর দেশ নয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও স্পষ্ট ভাষায় বলেছেন, আন্দোলনের নামে নির্বাচনের আগে সন্ত্রাসবাদ বা একইভাবে সাধারণ মানুষের ওপর হামলা বা হামলার ঘটনা ঘটলে রেহাই দেওয়ার কোনো সুযোগ থাকবে না।

সোমবার (২ অক্টোবর) লন্ডনের মেথোডিস্ট সেন্ট্রাল হল ওয়েস্টমিনস্টারে তার সম্মানে আয়োজিত একটি কমিউনিটি সংবর্ধনায় তিনি বলেন, আন্দোলনে আমাদের কোনো আপত্তি নেই। তবে আন্দোলনের নামে অগ্নিসংযোগ করে মানুষ হত্যা এবং দেশের সম্পত্তি নষ্ট করা হলে কোনো ক্ষমা নেই।

আসন্ন নির্বাচন ঘনিয়ে এলেও দেশের বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি বিপরীতমুখী অবস্থানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে নানা শঙ্কা।

রাজধানীর অলিগলির চায়ের দোকান, সরকারি অফিস কিংবা নানা আড্ডায় এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দুই আগামী নির্বাচন। সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ে গ্রহণযোগ্য নির্বাচন না হলে কী হতে পারে, সেই আলোচনাও চলছে।

উপরে