সুষ্ঠু নির্বাচন নিয়ে হাসিনা-বাইডেন আলোচনা: হোয়াইট হাউস

ভারতের নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচনায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং দুই দেশের সম্পর্কোন্নয়ন গুরুত্ব পায় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি।
মঙ্গলবার (৩ অক্টোবর) হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে অপর এক প্রশ্নে জন কিরবি বলেন, নয়াদিল্লিতে তারা (শেখ হাসিনা ও বাইডেন) জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ইস্যুতে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির গুরুত্ব নিয়ে কথা বলেছেন। এছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব নিয়ে আলোচনা হয়।
হোয়াইট হাউস জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সপ্তাহে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের সঙ্গে বৈঠক করেছেন, যেখানে তারা দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন।
এদিকে, সোমবার (২ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন, বাংলাদেশের জনগণ যা চান যুক্তরাষ্ট্রও তাই চায়। শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন।
বাংলাদেশের সরকার, রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং মিডিয়া সকলেই তাদের ইচ্ছা প্রকাশ করেছে যে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক – যেমনটা আমরা চাই, তিনি বলেন।
যুক্তরাষ্ট্র কোনো বিশেষ দলকে সমর্থন করে না জানিয়ে তিনি আরও বলেন, আমরা যে ভিসা নীতি ঘোষণা করেছি তার উদ্দেশ্য হলো বাংলাদেশের জনগণ যাতে স্বাধীনভাবে তাদের নেতা নির্বাচিত করতে পারে।