জামালপুরে জাপার দুই এমপি প্রার্থীকে হত্যার হুমকি
জামালপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে জাতীয় পার্টির দুই এমপি প্রার্থীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একই দলের ৪ নেতার বিরুদ্ধে।
এঘটনায় শুক্রবার (১৩ অক্টোবর) রাতে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও সদর থানার এমপি প্রার্থী আনোয়ার হোসেন।
শনিবার (১৪ অক্টোবর) সকালে সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ বার্তা২৪.কম-কে লিখিত অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জামালপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তফা আল মাহমুদ। তিনি জামালপুর-২ আসন থেকে এমপি প্রার্থী। অপরজন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আনোয়ার হোসেন। তিনি জামালপুর সদর-৫ আসন থেকে জাতীয় পার্টির এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন প্রাত্যাশী হওয়ার পর থেকেই জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, জেলা জাতীয় পার্টির দফতর সম্পাদক আক্রাম হোসেন ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির জেলা আহবায়ক আব্দুল মালেক তাদের ক্ষতির চেষ্টায় লিপ্ত রয়েছেন।
গত ১১ অক্টোবর জামালপুর সদর থেকে জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক কাজী খোকনের ফেসবুক আইডি থেকে লাইভে তাকে এবং প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তফা আল মাহমুদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মানহানিকর ও অকথ্য ভাষায় কথা বলেন। এ সময় আনোয়ার হোসেন ও মোস্তফা আল মাহমুদকে মেরে ফেলার হুমকি দেন তারা।
লিখিত অভিযোগে আনোয়ার হোসেন আরও উল্লেখ করেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খান বলেন, আনোয়ার হোসেনকে শেষ করতে পারলেই সব শেষ এই বলিয়া হুমকি প্রদান করেন। বর্তমানে তিনি ও তার পরিবারের সবাই আতঙ্কে রয়েছেন।
জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আনোয়ার হোসেন ও সদর আসনের এমপি প্রার্থী বার্তা২৪.কম-কে বলেন, তাকে হুমকি প্রদান করায় তিনি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন। নিরাপত্তা চেয়ে শুক্রবার রাতে সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানান।
এ বিষয়ে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খান বার্তা২৪.কম-কে বলেন, তারা যে অভিযোগ করেছেন সেটা সঠিক নয় নয়। চল্লিশ বছর ধরে তিনি জাতীয় পার্টি করছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সদর আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং ষড়যন্ত্র বলে দাবি করেন।
জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ বার্তা২৪.কম-কে বলেন, রাতে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খানের বিরুদ্ধে থানায় একটা লিখিত অভিযোগ পেয়েছি।

অনলাইন ডেস্ক