রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার।
মঙ্গলবার সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকা থেকে বিমান যোগে কক্সবাজার পৌঁছান তিনি। পরে সড়কপথে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান আফরিন।
চার সদস্যের প্রতিনিধি দলটি প্রায় ১০টির মতো ক্যাম্পে গিয়ে সেবামূলক কার্যক্রম পরিদর্শন করবেন এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন। এছাড়া সুশীল সমাজের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। বিকেলে ঢাকার উদ্দেশ্যে তিনি কক্সবাজার ত্যাগ করবেন।
এরআগে, সোমবার সকালে তিন দিনের সফরে ঢাকায় আসেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা।

অনলাইন ডেস্ক