আ.লীগের শান্তি সমাবেশ: বিকল্প ভেন্যুর নাম চেয়েছে পুলিশ
আওয়ামী লীগের কাছে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের বিকল্প আরও দুটি ভেন্যুর নাম চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী শনিবার (২৮ অক্টোবর) সমাবেশের জন্য বিকল্প দু'টি ভেন্যুর নাম চাওয়া হয়েছে।
গত বুধবার (২৫ অক্টোবর) আওয়ামী লীগ সমাবেশের জন্য অনুমতি চেয়ে আবেদন করলে এরই প্রেক্ষিতে পাল্টা একটি চিঠি দেয় পুলিশ। সেখানেই বিকল্প দুটি ভেন্যুর নাম চাওয়া হয়।
জানা গেছে, আগামী শনিবার বিকেলে রাজধানীতে বিএনপি'র ডাকা সমাবেশের দিন বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এক শান্তি সমাবেশের জন্য ডাক দিয়েছে আওয়ামী লীগ।
দলটি ওই জায়গায় বিরোধী দল বিএনপির থেকে জমায়েত করতে চায়। আর এই শান্তি সমাবেশের জন্য অনুমতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে এক আবেদনে অনুমতি চায় দলটি।

অনলাইন ডেস্ক