নির্বাচন নিয়ে বিদেশি চাপ নেই: ওবায়দুল কাদের
'আমাদের নির্বাচন নিয়ে বিদেশি কোন চাপ নেই। আমাদের ভোট আমরা করবো। তারা পর্যবেক্ষক হিসেবে দেখতে পারে। আমরা সুষ্ঠু নির্বাচন করতে চাইলে তারা চাপ দিবে কেনো?
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে সেতু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল (কর্ণফুলী টানেল) উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি'র কোন সমাবেশে আওয়ামী লীগ হামলা করেনি এবং করবে না। বিএনপি'র প্রতিরোধ আর হুমকি-ধামকি শুনে মনে হয় তারা সহিংসতা করতে চায়। তবে তারা যদি গায়ে পড়ে হামলা করে তাহলে এ দলের কর্মীরা বসে থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তাঁর সাথে দেখা করতে চেয়েছেন বলে তিনি জানান, আগামী ২৯ অক্টোবর (রবিবার) মার্কিন রাষ্ট্রদূত আমার সাথে দেখা করার সময় চেয়েছেন।আমি এখনো তাদের (মার্কিন রাষ্ট্রদূত) কিছু জানায়নি। আমাদের দল আছে। হাইকমান্ড আছে। হাইকমান্ডের সাথে আলোচনা ছাড়া তো আমি কিছু জানাতে পারি না। সবার সাথে আলোচনা করে আমি তাদের একটা সময় দিবো।
এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপি'র সমালোচনা করে বলেন, তারা (বিএনপি) এতো বছর ক্ষমতায় থেকেও কোন উন্নয়ন করতে পারে নি। শেখ হাসিনার শাসনামলেই বড় বড় প্রকল্পগুলো হয়েছে। আগামী ২৮ অক্টোবর (শনিবার) আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে। এ শান্তি সমাবেশে কোন হামলা হলে আওয়ামী লীগও সাধারণ মানুষকে নিয়ে পাল্টা হামলা করবে। ওইদিন বিএনপি'র সমালোচনার জবাব উন্নয়ন দিয়ে দেয়া হবে।
২৮ অক্টোবর জনমনে যে আতঙ্ক আছে, তা কেটে যাবে বলেও সাংবাদিকদের জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

অনলাইন ডেস্ক