বঙ্গবন্ধু টানেলে প্রথম দিনে সাড়ে ৪ লাখ টাকার টোল আদায়
কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল'র দুইপ্রান্তে যানচলাচলের উন্মুক্ত করে দেওয়ার প্রথম দিনে ৪ লাখ ৫৪ হাজার ৪০০ টাকার টোল আদায় হয়েছে। সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ২ হাজার ১৭ টি যানবাহন পারাপারের বিপরীতে এ পরিমাণের টোল আদায় করা হয়।
রোববার সকাল ৬ টায় এটি উন্মুক্ত করে দেওয়ার মাধ্যমে নদীর তলদেশে যান চলাচল শুরু হয়।
টোল আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদৌস। তিনি বলেন, 'সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘন্টায় বঙ্গবন্ধু টানেল দিয়ে ২ হাজার ১৭ টি যান পার হয়েছে। এর বিপরীতে এসময়ে টোল আদায় হয়েছে মোট ৪ লাখ ৫৪ হাজার ৪০০ টাকা।'
যানচলাচলের জন্য উন্মুক্ত করার প্রথম দিনে একটু চাপ দেখা দিলেও হরতালের প্রভাবে বেলা বাড়ার পর গাড়ির সংখ্যা কম দেখা যায়। পার হওয়া পরিবহনের মধ্যে প্রাইভেট কারের সংখ্যা তুলনামূলক বেশি ছিল।
এদিন টানেল খুলে দেওয়ার পর সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত ১ ঘণ্টায় ৭২টি গাড়ি চলাচল করে। আর এতে টোল আদায় হয় ১৯ হাজার ৫০ টাকা। পরের এক ঘণ্টায় ৭টা থেকে ৮টা পর্যন্ত ৪৯টি গাড়ি অতিক্রম করে। এতে টোল আসে ১১ হাজার ২০০ টাকা। এরপরে ৮টা থেকে ৯টা পর্যন্ত ৬৯টি পারাপার হয়, এতে টোল আদায় হয় ১৫ হাজার ৭৫০ টাকা। সবমিলিয়ে প্রথম তিন ঘণ্টায় ১৯০টি গাড়ি থেকে ৪৬ হাজার টাকার টোল আদায় হয়েছে।
টানেল খুলে দেওয়ার পর প্রথম বাস হিসেবে আনোয়ারা প্রান্ত থেকে ‘বিডি বাস লাভার’ নামের একটা গ্রুপকে নিয়ে টানেল পাড়ি দেয় মারসা পরিবহনের একটি বাস। ওই বাসের যাত্রী রিয়াদুজ্জামান বলেন, প্রথম গণপরিবহনের যাত্রী হিসেবে টানেল পাড়ি দিয়ে গর্বিত আমরা। আমরা প্রায় রাত তিনটা থেকে অপেক্ষায় ছিলাম এখানে।
বেলায়েত হোসেন নামে এক টোল ম্যানেজার জানান, সকাল থেকে যানচলাচলের জন্য খুলে দেওয়া হয় টানেল। প্রথম এক ঘণ্টায় একটু বেশি যানবাহন ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানচলাচল বাড়তে থাকে। আনোয়ারা প্রান্তে ১৬টি টোল বুথের মধ্যে ১২ টি টোল বুথ চালু রাখা হয়েছে। টোল প্লাজা দিয়ে প্রবেশ করা প্রত্যেকটি গাড়িকে একটি গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যেখানে টানেল ব্যবহারের নির্দেশনা এবং টোলের পরিমাণের কথা রয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উপ-প্রকল্প পরিচালক মো. আবুল কালাম আজাদ বলেন, আমরা সকাল ছয়টার সময় যানচলাচলের জন্য টানেল খুলে দিয়েছি। এখন থেকে রাত-দিন ২৪ ঘণ্টা টানেল চালু থাকবে। তবে গভীর রাতে যানচলাচল কমে গেলে টোলের লেন কমিয়ে আনা হবে। তবে কোনো যানবাহনকে অপেক্ষা করতে হবে না।
তিনি আরও জানান, টানেলে ৬০ কিলোমিটার গতি রাখার নির্দেশনা আছে এবং টানেলের ভেতর যেন যানবাহন না দাঁড়ায়, সে ব্যবস্থাপনা আছে।

অনলাইন ডেস্ক