জাতীয় ডেবিট কার্ড ‘টাকা পে’র পথচলা শুরু
জাতীয় কার্ড স্কিম টাকা পে-র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে বাংলাদেশের নিজস্ব জাতীয় ডেবিট কার্ড ‘টাকা পে কার্ড’ এর পথচলা শুরু হলো।
বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ‘ন্যাশনাল কার্ড স্কিম টাকা-পে’ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
ন্যাশনাল স্কিম টাকা-পে’ কার্ডের ধরন হবে ভিসা ও মাস্টারকার্ডের মতো। প্রাথমিকভাবে দেশে অভ্যন্তরীণ ব্যবহারের জন্য এটি চালু করছে বাংলাদেশ ব্যাংক। ক্রমান্বয়ে এর মাধ্যমে টাকা-রুপি কার্ডও চালু করা হবে, যার মাধ্যমে প্রতিবেশী দেশ ভারতে লেনদেন করতে পারবে।
বর্তমানে প্রতিবেশী অধিকাংশ দেশে এমন নিজস্ব কার্ড আছে। সেগুলো হলো-ভারতের কার্ড 'রুপে', পাকিস্তানের 'পাকপে', শ্রীলংকার 'লংকাপে' ও সৌদি আরবে আছে 'মাদা।
নতুন ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি পুরনো ব্যাংক অ্যাকউন্টেও এ কার্ডের মাধ্যমে সেবা নেওয়া যাবে। তবে এক্ষেত্রে অ্যাকাউন্টের বিপরীতে আগের নেওয়া ডেবিট কার্ডটি স্থগিত করে 'টাকা পে' কার্ডের সেবা নিতে পারবে।
বাংলাদেশ ব্যাংক পরিচালিত ইলেকট্রনিক পেমেন্ট প্ল্যাটফর্ম 'ন্যাশনাল পেমেন্ট সুইচ' ব্যবহারের মাধ্যমে জাতীয়ভাবে একই সেবা দেবে 'টাকা পে' কার্ড। বিদ্যমান ব্যাংক হিসাবের বিপরীতেও এই কার্ড নিতে পারবেন গ্রাহকরা।

অনলাইন ডেস্ক