বিকালে আরামবাগ মাঠে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

রাজধানীর আরামবাগ মাঠে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আওয়ামী লীগের মহাসমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা।
শনিবার দুপুরে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন শেষে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন বিকেল ৪ টায় প্রধানমন্ত্রী সমাবেশে যোগ দেবেন। মেট্রোরেল সার্ভিসের দ্বিতীয় ধাপের উদ্বোধন উপলক্ষে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মানুষের ঢল নামাতে চায় আওয়ামী লীগ বলেও জানান তিনি।
জানা গেছে, জনসভায় ১০ লাখ মানুষ জমায়েতের মাধ্যমে দলের সাংগঠনিক শক্তির প্রদর্শন করতে চায় দলটি। জনসভা ঘিরে ইতোমধ্যে আরামবাগ মাঠে মঞ্চ নির্মাণ করা হয়েছে।
উল্লেখ্য, রোববার (৫ নভেম্বর) উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাত্রী নিয়ে চলবে মেট্রো রেল । তবে প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপেও সব স্টেশন একসঙ্গে চালু হচ্ছে না। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ৯ টি স্টেশনই এখন চালু আছে। মতিঝিল অংশে স্টেশন আছে সাতটি । এই পথে শুরুতে ফার্মগেট, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল স্টেশনে ট্রেন থামবে।