সারা দেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপির অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদেবার্তায় রবিবার এ তথ্য জানানো হয়েছে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশের দিন থেকে ৯ নভেম্বর সকাল ৯টা পর্যন্ত পর্যন্ত সারা দেশে মোট ১২৩টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে ২৮ অক্টোবর ২৯টি, ২৯ অক্টোবর ১৯টি, ৩০ অক্টোবর ১টি, ৩১ অক্টোবর ১১টি, ১ নভেম্বর ১৪টি, ২ নভেম্বর ৭টি, ৪ নভেম্বর ৬টি, ৫ নভেম্বর ১৩টি, ৬ নভেম্বর ১০টি এবং ৮ ও ৯ নভেম্বর মোট ১৩টি যানবাহনে আগুন দেওয়া হয়।
বিএনপি সূত্র জানিয়েছে, নির্বাচন কমিশন চলতি সপ্তাহের শেষ দিকে তফসিল ঘোষণা করতে পারে। এটি বিবেচনায় রেখে অবরোধ কর্মসূচি বাড়িয়েছে বিরোধী দলগুলো। তফসিল ঘোষণার পর কর্মসূচি আরও জোরদার করার পরিকল্পনা করছে আন্দোলনরত সরকারবিরোধী দলগুলো।
বিএনপির পাশাপাশি গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় জোট, এলডিপি, গণ অধিকার পরিষদসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো পৃথকভাবে অবরোধের কর্মসূচি দিয়েছে। জামায়াতে ইসলামীও পৃথকভাবে রবি ও সোমবার অবরোধের ঘোষণা দিয়েছে। এটি হবে চতুর্থ দফা অবরোধ। এর আগে ৩১ অক্টোবর থেকে সারা দেশে অবরোধের কর্মসূচি শুরু করে বিএনপি। তিন দফায় মোট সাত দিন এই অবরোধ হয়। চতুর্থ দফায় আজ ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হলো।