মঙ্গলবার থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু
অনলাইন ডেস্ক
রাজধানী ঢাকায় টিসিবির পণ্য ৩০টি ট্রাকে ডাল তৈল পেঁয়াজ ও আলুসহ মোট চারটি পণ্য বিক্রয় শুরু হবে আগামীকাল মঙ্গলবার। ডাল প্রতি কেজি ৬০ টাকা, সোয়াবিন তেল প্রতি লিটার ১০০, পেঁয়াজ ৫০ টাকা ও আলু ৩০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।
সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
সচিব বলেন, টিসিবি কার্ডধারীর বাইরে সাধারণ নিম্নআয়ের মানুষের কাছে এসব পণ্য বিক্রয় করা হবে। একজন ব্যক্তি ডাল, পেঁয়াজ ও আলু দুই কেজি করে নিতে পারবেন। একই সঙ্গে সোয়াবিন দুই লিটার নিতে পারবেন।