ব্রাহ্মণবাড়িয়ায় কন্টেইনার ট্রেনের বগি লাইনচ্যুত, আপ লাইনে চলাচল বন্ধ
অনলাইন ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ায় কন্টেইনার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় আপ লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালীর রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন আউটারে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. শাকির জাহান জানান, সকালে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ৬০৭ নম্বর কন্টেইনার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় আউটারে পেছন দিকের একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনায় আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাষ্টার জসিম উদ্দিন বলেন, ট্রেনের দুর্ঘটনাটি নাশকতা নাকি দুর্ঘটনা বলা যাচ্ছে না। তদন্ত কমিটি হবে, তখন বলা যাবে ত্রুটি ছিল নাকি দুর্ঘটনা।