ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি
অনলাইন ডেস্ক
লিগ্যাল এইড নিয়ে একটি সেমিনারে অংশ নিতে রোববার ভারত সফরে গেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
এসময়ে প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিন। সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ তথ্য জানা গেছে।
‘ফার্স্ট রিজিওনাল কনফারেন্স অন অ্যাকসেস টু লিগ্যাল এইড: স্ট্রেনদেনিং অ্যাকসেস টু জাস্টিস ইন দ্য গ্লোবাল সাউথ’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ করতে দুপুরে প্রধান বিচারপতি ভারতে যান। আগামী ১ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান বিচারপতির দেশে ফেরার কথা রয়েছে।