নারীদের এগিয়ে নিতে সব ধরনের ব্যবস্থা করেছে সরকার: প্রধানমন্ত্রী
নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্বপ্নপূরণে বাংলাদেশ সক্ষম হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারীর ক্ষমতায়নে এশিয়ায় শীর্ষে বাংলাদেশ নারীরা।
তিনি বলেন, এটা বাংলাদেশের জন্য গর্বের বিষয়। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে আজ সপ্তম। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ৭০ শতাংশ নারী, তৈরি পোশাক শিল্পে ৮০ শতাংশ শ্রমিক নারী। শিক্ষাতেও এগিয়েছে মেয়েরা। মেয়েদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সব ধরনের ব্যবস্থা করেছে সরকার।
শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এরআগে সমাজে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে পাঁচ বিশিষ্ট নারী ‘বেগম রোকেয়া পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নারী শিক্ষার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমি এসে ৪৫ ভাগ শিক্ষার হার পেয়েছি, সেখান থেকে এখন ৭৬ দশমিক ৮ ভাগের উন্নীত হয়েছে। প্রাথমিক পর্যায়ে নারীদের শিক্ষায় অংশগ্রহণ ৯৮% উন্নীত হয়েছে। বিএনপির আমলে ছিল ৫৪%।
তিনি বলেন, মাধ্যমিক পর্যায়ে আমাদের নারী শিক্ষক ১ লাখ ১ হাজার ৮২৮ জন। প্রাথমিক বিদ্যালয় নারী শিক্ষক ৪ লাখ ৩ হাজার ১৯১জন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর উদ্যোগ নিয়েছিলাম প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষায় মেয়েদের হার হবে ৬০%।
দুর্দশাগ্রস্ত মেয়েদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে জানিয়ে সরকারপ্রধান আরও বলেন, একটি প্রকল্পেই উপকারভোগী ১৮ লাখ ২০ হাজার নারী। এছাড়া আত্মকর্মসংস্থানের জন্য নারীদের যে ক্ষুদ্র ঋণ দেওয়া হয় শেখানে ২ কোটি ৮০ হাজার জন উপকারভোগী। যদিও আমাদের দেশে বলা হয় মেয়েরা ৪৩ ভাগ কাজ করে, কিন্তু কর্মক্ষেত্রের বাইরে সংসারে আরও বেশি করে।
শিক্ষার্থীদের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এবার এইচএসসি পরীক্ষায় আপনারা দেখেছেন ছেলেদের তুলনায় মেয়েরা বেশি পাস করেছে। কিন্তু জেন্ডার সমতা আনতে হলে ছেলেরাও যেন সমানভাগে পাস করে সেটা লক্ষ্য রাখতে হবে। মেয়েরা কিন্তু এখন পরীক্ষায় ভালো রেজাল্ট করে। এখন সমতা আনতে হলে মেয়েদের দিকে না, ছেলেদের দিকে নজর দিতে হবে। মেয়েরা এগিয়ে যাচ্ছে। সরকার মেয়েদের ক্ষমতায়নের জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছে।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের দারিদ্র হার নিরসন করাই আমাদের লক্ষ্য। বাংলাদেশের দারিদ্র্যের হার ছিল ৪১% সেখান থেকে এখন ১৮% নেমেছে। করোনাকাল ও ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যদি না হতো সে ক্ষেত্রে আরও ২% হার কমানো যেত। অতি দারিদ্র্যের হার ছিল ২১% সেখান থেকে ৫ বা ৬% নেমে এসেছে। এটাও থাকবে না। জমি ও ঘর দেওয়ার ব্যবস্থা যখন আমরা করে দিয়েছে এবং বিভিন্ন ভাতা দেওয়া হচ্ছে তখন এটাও কমে যাবে। নারী-পুর সবার জন্য বিনামূল্যে খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া যে ছেলেমেয়েরা পড়াশোনা করে তাদের বৃত্তীয় দেওয়া হচ্ছে। তিন কোটি শিক্ষার্থী পড়াশোনা ও গবেষণার সুযোগ পাচ্ছে। শুধু লেখাপড়া করা নয়, জ্ঞান-বিজ্ঞান প্রযুক্তি শিক্ষার মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে।
প্রধানমন্ত্রী বলেন, সারা বাংলাদেশে এখন ছয় লাখের মতো ফ্রিল্যান্সার আছে এরমধ্যে অর্ধেকই নারী। তারা ঘরে বসে অর্থ উপার্জন করতে পারে। ডিজিটাল বাংলাদেশ নির্মাণ হওয়ার ফলে এই সুযোগটা হয়েছে। আমাদের দেশের মেয়েরা এখন আর পিছিয়ে নেই। আমাদের দেশের মেয়েরা এখন সর্বোচ্চ পর্যায়ও আছে। তারা সকল ক্ষেত্রেই বিরাজমান, অর্থনীতি, জুডিশিয়াল, সেনাবাহিনী, পুলিশ, বিডিআর নৌবাহিনীসহ বিভিন্ন কর্মক্ষেত্রে মেয়েদের বিচরণ আছে। এমনকি বিডিআর আগে মেয়েরা ছিল না সেখানে এখন মেয়েরা আছেন। এশিয়ার শীর্ষে এখন বাংলাদেশের নারীরা। এটা আমাদের জন্য গর্বের বিষয়। নারী ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে আজ সপ্তম। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ৭০ শতাংশ নারী, তৈরি পোশাকের ৮০ শতাংশ শ্রমিক নারী। সংরক্ষিত আসনে নারী এবং তারা সরাসরি এমপি হতে পারে। স্থানীয় সরকারের ক্ষেত্রে যে আমরা আইন করছি সেখানে একজন ভাইস প্রেসিডেন্ট নারীর হতে হবে। ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে থেকে ১০ হাজারের বেশি নারী নেতৃত্ব সৃষ্টি হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা এদেশ থেকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। ২০০৪১ সালে উন্নত বাংলাদেশ করতে হলে নারী-পুরুষ সকলকেই দক্ষ করে গড়ে তুলতে হবে। ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশে করতে হলে স্মার্ট গভমেন্ট, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমিক, তৈরি করতে হবে। ২০৪১ সালে উন্নত বাংলাদেশ করতে হলে এখন থেকে আমাদের ছেলে মেয়েদের সেভাবে গড়ে তুলতে হবে। চতুর্থ বিপ্লবের জন্য প্রযুক্তিসম্পন্ন দক্ষ জনশক্তি দরকার। এজন্য আমাদের ছেলেমেয়েদের ছোট থেকেই কম্পিউটার ও প্রযুক্তি শিক্ষা দিতে হবে।