চতুর্থ দিনে অর্ধদিবস শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ২৫ জন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করে আরও ২৫ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর আগে তিন দিনে ১৬৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বুধবার আপিল শুনানির চতুর্থ দিনে আধাবেলায় তাদের প্রার্থিতা ফিরিয়ে দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।
ইসির আইন শাখা জানিয়েছে, দুপুর ১টা পর্যন্ত ৫৯টি আপিল আবেদনের শুনানি হয়েছে। ২৫ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। একজনের প্রার্থিতা বাতিল হয়েছে। একটি আবেদন পেন্ডিং আছে। আর ৩২ জনের আবেদন নামঞ্জুর হয়েছে।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি, যা মোট দাখিলকৃত মনোনয়নপত্রের ২৬ দশমিক ৯২ শতাংশ বা ২৭ শতাংশ। আর বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র, যা দাখিলকৃত মনোনয়নপত্রের ৭৩ দশমিক ০৮ শতাংশ বা ৭৩ শতাংশ।
ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছিল। ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানি করে আপিল আবেদনগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।
বিএনএম প্রার্থীর ধাক্কায় খোয়া গেল আ.লীগ প্রার্থীর মনোনয়ন: বিএনএমর প্রার্থীর ধাক্কায় খোয়া গেল আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন। ঋণ খেলাপির দায়ে যশোর-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রাথী এনামুল হক বাবুলের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।
বুধবার বিএনএমর প্রার্থী সুকৃতি কুমার মন্ডলের করা আপিলের রায়ে এ প্রার্থিতা বাতিল করা হয়। এতে হতাশা প্রকাশ করেছেন এনামুল হক বাবুল। কান্নাজড়িত কণ্ঠে তিনি যুগান্তরকে জানিয়েছেন হাইকোর্টে আপিল করবেন।
আওয়ামী লীগ প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ আপিলকারী সুকৃতি কুমার মন্ডল যুগান্তরকে বলেন, নৌকার মনোনয়ন পাওয়া বাবুল একজন ঋণ খেলাপি। তিনি হলফ নামায় এ তথ্য গোপন করেছেন। জনতা ব্যাংকে তার ২১ কোটি ৭২ লাখ টাকা ঋণ আছে। ২০১৮ সালে এ নিয়ে একটি মামলাও হয়েছে। আগামী ৪ জানুয়ারি তার মামলায় হাজিরার তারিখ নির্ধারিত। আমি জেলা নির্বাচন কমিশন অফিসে এসব বিষয় জানিয়েছিলাম। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের সিআইবি রির্পোট বন্ধ থাকায় ঋণ খেলাপির তথ্য পাওয়া যাচ্ছিল না। ফলে তারা বাবুলের প্রার্থিতা বহাল রাখে। তিনি আরও বলেন, আমি ওই প্রার্থিতার বিরুদ্ধে আপিল করেছি। আজ রায়ে উনার প্রার্থিতা বাতিল হওয়ায় আমি ন্যায়বিচার পেয়েছি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি নিজেও বিএনএমএর প্রার্থী। সেই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী রয়েছে। আশা করছি শেস পর্যন্ত আমি ভোটের মাঠে থাকবো।
প্রার্থিতা বাতিল হওয়ায় হতাশা প্রকাশ করেছেন এনামুল হক বাবুল। তিনি যুগান্তরকে বলেন, এই মুহুর্তে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। তবে এটুকু বলতে পারি আমি হাইকোটে আপিল করব।
আজ মনোনয়ন বাতিলই থাকছে এমন প্রার্থীদের মধ্যে রয়েছেন- খুলনা-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. অহিদুজ্জামান মোড়ল, গাজীপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদ, কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মুনতাকিম আশরাফ,সিরাজগঞ্জ-৩ তিন আসনের স্বতন্ত্র স্বপন কুমার রায়সহ অনেকের।
সূত্র জানায়, নির্বাচন কমিশন প্রতিদিন একশ’ আপিলের শুনানি করছে। আজও একশ আপিলের শুনানি করবে কমিশন। আগামী শুক্রবার এই শুনানি শেষ হওয়ার কথা। এতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার ব্রি.জে.মো. আহসান হাবিব খান (অব.), বেগম রাশেদা সুলতানা, মো.আলমগীর এবং মো. আনিছুর রহমান এসব শুনানি গ্রহণ করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মনোনয়ন বৈধ ও অবৈধ ঘোষণা করেন। রিটার্নিং কর্মকর্তাদের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি চলছে এখন।

অনলাইন ডেস্ক