কুয়েতের আমীরের মৃত্যুতে নন্দীগ্রাম রাধাগোবিন্দ মন্দিরে বিশেষ প্রার্থনা
কুয়েতের আমীর শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ’র মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক পালন করে বাংলাদেশ।
তার রুহের মাগফিরাত কামনায় সোমবার দুপুরে নন্দীগ্রাম হিন্দুপাড়া রাধাগোবিন্দ মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। সেসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার সহসভাপতি ভারত চন্দ্র প্রামানিক, সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকার, রাধাগোবিন্দ মন্দির দুর্গাপূজা কমিটির সাধারণ সম্পাদক ভজন কুমার মহন্ত, সচিন্দ্র নাথ সরকার, নারায়ন চন্দ্র কর্মকার ও গৌতম চন্দ্র প্রামানিক প্রমুখ।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি