নীলফামারী-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আসন্ন জাতীয় সংসদ সদস্য নির্বাচনে নীলফামারী - ৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলম সৈয়দপুরের ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। গত বুধবার রাতে শহরের বিমানবন্দর সড়কে ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্টের হল রুমে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আলতাফ হোসেন।
ফয়সাল দিদার দিপু’র সঞ্চালনায় মতবিনিয়ম সভায় বক্তব্য রাখেন আসন্ন জাতীয় সংসদ সদস্য নির্বাচনে নীলফামারী - ৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলম, অধ্যাপক শহীদুল হক সরকার, হাজ মো. গুলজার আশরাফী, ব্যবসায়ী হাজী মো. আফতাব আলম জুুবায়ের, সাকির হোসেন বাদল, মমতাজ মিন্টু, সেকেন্দার আলী, আলতাফ হোসেন, মাজেদুল ইসলাম প্রামানিক, আতাহার হোসেন বাদশা, তারিকুল আলম তারিক, মো. সোহেল প্রমুখ।
সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বাণিজ্য ও শিল্প প্রধান এলাকা হচ্ছে সৈয়দপুর। অথচ আজ সঠিক নেতৃত্বে অভাবে সৈয়দপুর নানাভাবে অবহেলিত ও উপেক্ষিত। দীর্ঘদিনেরও এখানকার রেলওয়ে জমির মালিকানা নিয়ে বিদ্যমান জটিলতার সুরাহা হয়নি। কিন্তু এবারে আমাদের সময় ও সুযোগ দুটোই এসেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দপুরের একজন যোগ্য ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঁচি প্রতীক নিয়ে সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বীতায় অবতীর্ণ হয়েছেন। সিদ্দিকুল আলম সিদ্দিক সৈয়দপুরের একজন স্বনামখ্যাত শিল্পপতি ও ব্যবসায়ী। তাঁর বাপ-দাদারাও সৈয়দপুরের ভাল ব্যবসায়ী ছিলেন। চার প্রজন্ম ধরে তারা ওতোপ্রোতভাবে ব্যবসায় জড়িত। বর্তমানে সিদ্দিকুল আলম বেশ কিছু শিল্প, কলকারখানা স্থাপন করে এলাকায় ব্যাপক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন। আসন্ন জাতীয় সংসদ সদস্য নির্বাচনে আমরা সৈয়দপুর আপামর মানুষ দলমত নির্বিশেষে সকলেই যদি ভোট দিয়ে সংসদ সদস্য হিসেবে তাকে মহান সংসদে পাঠাতে পারি তবে সৈয়দপুরের ও ব্যবসায়ীদের নানাবিধ সমস্যার অনেকাংশে সমাধান হবে।
সভায় সংসদ সদস্য প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিক তাঁর বক্তব্যে বলেন, তিনি আসন্ন সংসদ নির্বাচনে নীলফামারী -৪ আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে, সর্বপ্রথমে সৈয়দপুরে রেলওয়ে জমি লিজসহ মালিকানা নিশ্চিত করা উদ্যোগ নিবেন। সেই সঙ্গে গার্মেন্টস্ পল্লী গড়ে তোলা, উর্দূভাষী ক্যাম্পের উন্নয়ন,হালকা শিল্পসহ এলাকার রাস্তাঘাটের উন্নয়নে কার্যকরী পদক্ষেপ গ্রহন করবেন। এছাড়াও তিনি শিক্ষার শহর হিসেবে সৈয়দপুরের সুনাম ধরে রাখতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ করার ঘোষণা দেন । আর মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দর করতে জোরালো ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি ।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: