ঢাকার সড়কে ‘রিকশা লেন’ করার দাবি
সরকারের কাছে আমার আবেদন, রিকশাকে রাস্তায় চলতে দিতে হবে। ছোট রাস্তার পাশাপাশি ঢাকার বড় রাস্তায়ও রিকশা চলার ব্যবস্থা করে দিতে হবে। ক্ষেত্রবিশেষে রিকশার জন্য বড় রাস্তায় আলাদা লেন করে দেওয়ার দাবি করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নূরুল হুদা।
তিনি বলেছেন, চারুকলায় রিকশাচিত্র বিষয়ে পড়াশোনা যুক্ত করতে হবে। রিকশার চিত্র শিল্পীদের নিয়ে একটি আনুষ্ঠানিক সংগঠন থাকতে হবে। তাহলে আমাদের এই ঐতিহ্য ফুরাবে না। আমাদের রিকশা ও রিকশাচিত্র টিকে থাকবে।
মঙ্গলবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আয়োজিত ‘রিকশাচিত্র শিল্পীদের সম্মাননা প্রদান’ অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ নূরুল হুদা বলেন, অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্থান পেয়েছে আমাদের রিকশা ও রিকশাচিত্র। যারা এ কাজের সাথে জড়িত তাদের ১১১জন আজকে এখানে উপস্থিত আছেন। আগে একসময় হাতে টেনে মানুষ রিকশা চালিয়েছে, এরপর পায়ে, এখন আবার বিভিন্ন যন্ত্র যুক্ত হয়েছে। এটি আমাদের সাংস্কৃতিক ও সামাজিক বিবর্তন। এই রিকশা আর্ট প্রজন্ম থেকে প্রজন্ম বহন করেছে। বাবা আর্ট করেছে তার সাথে সন্তান শিখেছে, এভাবে একটি গোষ্ঠী গড়ে উঠেছে। এই রিকশা ও রিকশাচিত্র ইউনেসকো স্বীকৃতি দিয়েছে, এই ঐতিহ্য আর হারিয়ে যাবে না।
এদিন জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেসকো) কর্তৃক ‘ঢাকার রিকশা ও রিকশাচিত্র’ অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত করায় রিকশাচিত্র শিল্পীদের সম্মাননা দেয় বাংলা একাডেমি। এতে ১১১জন রিকশাচিত্র শিল্পীকে সনদপত্র, নগদ অর্থ ও শাল উপহার দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, আমাদের অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যে যুক্ত হয়েছে রিকশা ও রিকশাচিত্র। ইউনেসকো আমাদের এই স্বীকৃতি দিয়েছে। প্রায় ৮ বছর ধরে আমরা এই স্বীকৃতির জন্য কাজ করেছি। শুধু চারুকলা থেকে পাশ করলেই আর্টিস্ট হয় না, রিকশাচিত্র এঁকেও আর্টিস্ট হওয়া যায় এবং বৈশ্বিক স্বীকৃতিও পাওয়া যায়। আমরা সে অসাধ্যকে সাধন করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার সময় ৭০জন রিকশাচিত্র শিল্পীকে প্রণোদনা দিয়েছিলেন। এই স্বীকৃতি আসার পিছনের কারিগরও তিনি।
রিকশাচিত্র শিল্পীদের ধন্যবাদ জানিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ বলেন, রিকশাচিত্রে আপনারা বঙ্গবন্ধুর চিত্র তুলে ধরবেন। উন্নয়নের রুপকার শেখ হাসিনা যেসব উন্নয়ন করেছেন সেসব চিত্র রিকশাচিত্রে দেখতে চাই। আগামী বইমেলায় আমাদের প্যাভিলিয়ন হবে রিকশা ও রিকশাচিত্রের আদলে।
ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের সচিব ওয়ালিদ বিন কাশেম বলেন, রিকশায় চড়েনি এমন মানুষ আমাদের দেশে নেই। বাল্যকাল থেকে যে বাহনটি দেখে আমরা বড় হয়েছি তা আজ বিশ্ব ঐতিহ্যের অংশ, এটা আমাদের জন্য বড় একটি অর্জন। এই স্বীকৃতি পাওয়ার জন্য আমরা অনেকদিন ধরে কাজ করেছি, অবশেষে তা পেয়েছি। এই অর্জনটি রক্ষা করাই এখন আমাদের প্রধান কাজ। আমরা একটি রিকশাচিত্র স্কয়ার চাই, যার মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্ম এই সংস্কৃতির স্মৃতি বহন করবে।
এছাড়াও বক্তব্য রাখেন, বাংলা একাডেমির সচিব ড. মোঃ হাসান কবীর, জাদুঘর ও মহাফেজখানার পরিচালক ড. আমিনুর রহমান সুলতান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

অনলাইন ডেস্ক