নড়াইল-২ আসন প্রার্থিতা ফেরত পেলেন নূর ইসলাম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী লায়ন নূর ইসলামের প্রার্থিতা ফেরত দিয়ে প্রতীক বরাদ্দের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এই নির্দেশ দেন। আদালতে নূর ইসলামের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সেলিনা আক্তার চৌধুরী।
এ আইনজীবী আরও বলেন, এক শতাংশ ভোটারের স্বাক্ষর জটিলতায় গত ৪ ডিসেম্বর নূর ইসলামের প্রার্থিতা বাতিল করেন নড়াইলের রিটার্নিং কর্মকর্তা। গত ১৬ ডিসেম্বর নির্বাচন কমিশনও নূর ইসলামের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন প্রার্থী নূর ইসলাম। গত ১৮ ডিসেম্বর বিচারপতি মো. ইকবাল কবীরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে দেন।
সেলিনা আক্তার চৌধুরী আরও বলেন, এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হয়। মঙ্গলবার শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টে আদেশ স্থগিত করে নূর ইসলামকে নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ দিতে নির্দেশ দেন।
স্বতন্ত্র প্রার্থী মো. নূর ইসলাম ঈগল প্রতীক পেয়েছেন বলে জানান।

অনলাইন ডেস্ক