প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২৪ ১৩:৩৮

পরিবেশ উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক
পরিবেশ উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

পরিবেশের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার জানিয়েছে যুক্তরাষ্ট্র। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ অঙ্গীকারের কথা জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

রোবার সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পিটার হাস বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন অবাধ ও সুষ্ঠু পায়নি তবে আমি বিশ্বাস করি যে আমরা পারস্পরিক উদ্বেগের বিষয়গুলোয় বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাব।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং দূষণ হ্রাসে আমাদের আগ্রহ গড়ে তোলার চেয়ে একসঙ্গে কাজ করার জন্য গুরুত্বপূর্ণ কোনো বিষয় দেখতে পাচ্ছি না। আমরা ধরিত্রীর সুরক্ষায়, বাংলাদেশের পরিবেশের উন্নয়নে বাংলাদেশ সরকারের সঙ্গে অংশীদারত্ব চালিয়ে যেতে চাই।

উপরে