প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২৪ ১৩:৩৩

৩৪ থেকে ৭০ পয়সা বাড়ছে বিদ্যুতের দাম

অনলাইন ডেস্ক
৩৪ থেকে ৭০ পয়সা বাড়ছে বিদ্যুতের দাম

মার্চের প্রথম সপ্তাহ থেকে বিদ্যুতের দাম বাড়বে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।আগামী তিন বছর এই দাম সমন্বয় করে চলা হবে বলে তিনি জানিয়েছেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি জানান, যারা ৫০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করবে তাদের বাড়বে ৩৪ পয়সা প্রতি ইউনিট। আর ৩৪ থেকে ৭০ পয়সা বাড়বে যারা ৫০ ইউনিটের উপরে পর্যায়ক্রমে ব্যবহার করবে

জ্বালানি প্রতিমন্ত্রী জানান, বিদ্যুতে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। অন্যদিকে গ্যাসে ৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার।

তিনি জানান, কয়লার দাম এবং ডলারের দাম বাড়ার কারণে বিদ্যুৎ এর দাম বাড়ানো হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, যে গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন হয় সেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে প্রতি ইউনিট ৭৫ পয়সা। তবে আপাতত গ্যাসের দাম বাড়ছে না বলেও তিনি জানান।

উপরে