নিরাপত্তা প্রহরীর চাকরি শুরুর তিন দিন পর দগ্ধ হয়ে মৃত্যু
রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় মারা গেছেন ওই ভবনের নিরাপত্তা প্রহরী মো. নাঈম (২৭)। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে আগুন লাগার তিন দিন আগে নতুন এই চাকরি নেন তিনি।
নাঈম বরগুনা সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়নের গৌরীচন্না গ্রামের মো. নান্টু হাওলাদারের ছেলে। ছেলের মৃত্যুর খবরে স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
নান্টু হাওলাদার বলেন, পাঁচ বছর ধরে ঢাকার বিভিন্ন এলাকায় নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরি করত নাঈম। গত সোমবার বেইলি রোডের বহুতল এই ভবনে চাকরি নেয়। বৃহস্পতিবার দুপুরে সর্বশেষ তার সঙ্গে কথা হয়েছে। রাতে আগুন লাগার খবর পেয়ে ছেলের নম্বরে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে তার বন্ধুদের মাধ্যমে জানতে পারি, ফায়ার সার্ভিসের সদস্যরা ওই ভবন থেকে নাঈমের মরদেহ উদ্ধার করেছে।
বরগুনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম (মনির) রাইজিংবিডিকে বলেন, নাঈমের মরদেহ বরগুনায় স্বজনদের কাছে আনার প্রক্রিয়া চলমান আছে। নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

অনলাইন ডেস্ক