পঞ্চগড়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পঞ্চগড়ে বাংলাদেশ স্কাউটস পঞ্চগড় জেলা রোভারের ১ম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মকবুলার রহমান সরকারি কলেজ চত্বরে এ ঈদ পুনমির্লনী অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে জেলা রোভারের কমিশনার ও মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: দেলওয়ার হোসেন প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা রোভারের সভাপতি ও জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র দেবীগঞ্জ এর উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন,পঞ্চগড় জেলা রোভারের সম্পাদক আব্দুল কাদেরসহ অন্যরা উপস্থিত ছিলেন