সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আর নেই
অনলাইন ডেস্ক
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি, সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২ মে) বাংলাদেশ সময় দুপুর ২টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন বলে জানান বিএনপি মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।
এজে মোহাম্মদ আলীর মরদেহ দেশে নিয়ে আসা এবং নামাজে জানাজার শিডিউল এখনও চূড়ান্ত হয়নি বলেও জানান শায়রুল কবির।