দেশবাসীকে শান্ত থাকার আহ্বান খালেদা জিয়ার
দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে লন্ডন থেকে এক ভিডিও বার্তায় বিএনপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
এছাড়া, সেনা সদর দপ্তরে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেনাপ্রধানের সঙ্গে সুন্দর বৈঠক হয়েছে। শিক্ষার্থী ও দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানাই।

অনলাইন ডেস্ক