ইসলামী ব্যাংকে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : অর্থ উপদেষ্টা
ইসলামী ব্যাংকে গোলাগুলির ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ইসলামী ব্যাংকে গোলাগুলি সম্পর্কে জেনেছি। যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।
এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা কোনোভাবেই এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করবো না। ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা কাজ করছি।’

অনলাইন ডেস্ক