প্রকাশিত : ৪ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:৪২

রিমান্ডে ‘অসুস্থ’ হাজি সেলিম, হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক
রিমান্ডে ‘অসুস্থ’ হাজি সেলিম, হাসপাতালে ভর্তি

হত্যা মামলায় রিমান্ডে থাকা অবস্থায় সাবেক সংসদ সদস্য হাজি মো. সেলিম ‘অসুস্থ’ হয়ে পড়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে হাজি সেলিমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে গণমাধ্যমকে জানান ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।

জানা গেছে, তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছিলো ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সূত্র জানায়, হাজি সেলিম বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের ১০৭ নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন।

হাজি সেলিমকে গত রোববার দিবাগত রাতে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। পরদিন সোমবার আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যার ঘটনায় লালবাগ থানার মামলায় হাজি সেলিমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তাকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল পুলিশ

 
উপরে