অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক বৈঠক ১৮ সেপ্টেম্বর
অনলাইন ডেস্ক
অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম একনেক (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) বৈঠক বসছে আগামী ১৮ সেপ্টেস্বর। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
ওইদিন সকাল সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপার্সন ড. মুহম্মদ ইউনূস। এতে উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত থাকবেন।
তবে কতটা প্রকল্প উপস্থাপন করা হবে সেটি এখনও চূড়ান্ত করা হয়নি।
অবশ্য দায়িত্বশীল একাধিক কর্মকর্তা জানান, ৮ থেকে ১০টি প্রকল্প তোলা হতে পারে অন্তবর্তী সরকারের প্রথম একনেক বৈঠকে।