প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:২৭

অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক বৈঠক ১৮ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক
অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক বৈঠক ১৮ সেপ্টেম্বর

অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম একনেক (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি)  বৈঠক বসছে আগামী ১৮ সেপ্টেস্বর।  পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

ওইদিন সকাল সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। 

এতে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ও  একনেক চেয়ারপার্সন ড. মুহম্মদ ইউনূস। এতে উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত থাকবেন। 

তবে  কতটা প্রকল্প উপস্থাপন করা হবে সেটি এখনও চূড়ান্ত করা হয়নি। 

অবশ্য দায়িত্বশীল একাধিক কর্মকর্তা জানান, ৮ থেকে ১০টি প্রকল্প তোলা হতে পারে অন্তবর্তী সরকারের প্রথম একনেক বৈঠকে।

উপরে