প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:০১

শ্যামল দত্তের সাত দিনের রিমান্ড মঞ্জুর

অনলাইন ডেস্ক
শ্যামল দত্তের সাত দিনের রিমান্ড মঞ্জুর

গুলি করে যুবক ফজলুকে হত্যার অভিযোগে রাজধানীর ভাষানটেক থানায় দায়ের করা মামলায় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহর আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. সাহিদুল বিশ্বাস তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকেও ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত শ্যামল দত্তকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর হাজার হাজার জনতা বিজয় উদযাপন করতে বের হয়। সেদিন সন্ধ্যা ৭টার দিকে ভাষানটেক থানাধীন মিরপুর-১৪ নম্বরে ফজলু আওয়ামী লীগের নেতাকর্মীর হামলায় নিহত হন। এ ঘটনায় তার ভাই শেখ হাসিনাসহ ১৬৫ জনের বিরুদ্ধে মামলা করেন।

উপরে