ডাকসুর সাবেক ভিপি মনসুর আহমেদ ডিবি হেফাজতে
অনলাইন ডেস্ক
ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি ডিবি হেফাজতে ছিলেন।
এর আগে আজ ভোরে কানাডা থেকে দেশে ফেরার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে হেফাজতে নেয় পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে বলেন, একটা সুনির্দিষ্ট বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এ কারণে হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।