প্রকাশিত : ৫ অক্টোবর, ২০২৪ ১৩:১৬

বদরুদ্দোজা চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
বদরুদ্দোজা চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত

সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

 শনিবার (৫ অক্টোবর) সকাল ৮টায় তার নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জানাজা অনুষ্ঠিত হয়।

তার প্রেস সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন

বদরুদ্দোজা চৌধুরীর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে আজ বাদ জোহর বারিধারা কূটনৈতিক এলাকার ৮ নম্বর সড়কে অবস্থিত বায়তুল আতিক জামে মসজিদে। পরে তৃতীয় জানাজা আগামীকাল রোববার সকাল ১০টায় শ্রীনগর স্টেডিয়ামে এবং বাদ জোহর গ্রামের বাড়ি মজিদপুর দয়হাটায় চতুর্থ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

উপরে