প্রকাশিত : ৮ অক্টোবর, ২০২৪ ১৩:৩১

স্ত্রীসহ সাবেক এমপি তানভীর ইমামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
স্ত্রীসহ সাবেক এমপি তানভীর ইমামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে  ও সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম, তানভীরের স্ত্রী মাহিন ইমামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল  জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন।  

এদিন দুদকের উপ-পরিচালক মুহাম্মদ জয়নুল আবেদীন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। শুনানি শেষে আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

উপরে